বিশালগড়ঃ
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশালগড়ের নতুন টাউন হলে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন। এ বছর বিশালগড় ও জম্পুইজলা মহকুমায় আয়োজিত বিভিন্ন পুজো কমিটির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস, তাছাড়া উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ সহ অ্যাসোসিয়েশনের রাজ্যস্তরীয় নেতৃত্বরা। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন সংগঠনের মহকুমা সম্পাদক খোকন ঘোষ। সংগঠনের মহকুমা সভাপতি সাংবাদিক সমীর ভৌমিক। অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের দায়িত্বে ছিল শ্রীভূমি মিউজিকাল ব্যান্ড। বিজয়া সম্মেলনের এই অনুষ্ঠানকে ঘিরে বিশালগড় মহকুমায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।