Home BREAKING NEWS রাজ্যের ছয় নেশা কারবারি আটক পশ্চিমবাংলায়

রাজ্যের ছয় নেশা কারবারি আটক পশ্চিমবাংলায়

by News On Time Tripura
0 comment

পশ্চিমবঙ্গ:

বিজেপি ১, বিজেপি ২ – উভয় সরকারের মুখ্যমন্ত্রীদের প্রথম ডাক নেশা মুক্ত ত্রিপুরা। আর রাজ্যকে নেশামুক্ত করতে চলছেও অবাধে নেশামুক্ত অভিযান। তবে এই অভিযান কতটা আপোষহীন তা বারবার প্রমান হচ্ছে নেশা কারবারিদের বাড়বাড়ন্তে। এবার রাজ্যের নেশা কারবারীরা জাতীয়স্তরেও স্বীকৃতি পাচ্ছে। অবৈধ নেশা সামগ্রী সহ বহিরাজ্যের পুলিশের হাতে আটক হচ্ছে। দুই কোটি টাকার ফেন্সিডিল সহ পশ্চিম বাংলায় আটক ত্রিপুরার ছয় নেশা কারবারি। পশ্চিমবাংলার মালদা থেকে দুই জন এবং বাকি চার জনকে মায়াপুরের ধুবুলিয়া থানার অন্তর্গত চৌগাছা রেল গেইট এর সামনে জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৪,৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পশ্চিমবাংলা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে নেশা সামগ্রীগুলি ঝারখন্ড থেকে ত্রিপুরায় আনা হচ্ছিল। আটককৃত ছয়জনের মধ্যে বিশালগড়ের সজল সাহা, আগরতলা ধলেশ্বরের তাপস দেবনাথ, আগরতলার সমীর বনিক, মোহরছড়ার জুগল ঘোষ, চাকমাঘাটের মিটন দে এবং ত্রিপুরার যুবক অধুনা পশ্চিমবাংলা নিবাসী দেবাঞ্জন দেবনাথ ওরফে সাগর। পশ্চিম বাংলার ধুবুলিয়া থানায় তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।

You may also like