বিলোনিয়াঃ
কথা দিয়েছিল কালো পিচের বড় রাস্তা হবে। বর্তমানে কালো পিচের বড় রাস্তাতো দূরের কথা যে রাস্তাটি ২০১৫ সালে ইট দিয়ে তৈরী করে দিয়েছিল তৎকালিন বামফ্রন্ট সরকার বর্তমানে সংস্কারের অভাবে ভেঙ্গে পড়ে একটি বাইকও যাওয়ার সুযোগ নেই। ব্লকের বি ডি ও থেকে পঞ্চায়েত সমিতির জন প্রতিনিধিরা বার বার পরিদর্শন করে রাস্তা তৈরীর অাশ্বাস দিলেও গত প্রায় ৫ – ৭ বৎসর রাস্তার কোন কাজই হচ্ছেনা। রাস্তার জন্য ব্লকে গেলে তারা বলেন এটা পি ডাব্লিও করবে আর পি ডাব্লিওতে গেলে বলে ব্লক করবে। প্রশাসনের তালবাহানায় এলাকা বাসির দূর্ভোগের শেষ নেই। বিলোনীয়া মহকুমার ভারত চন্দ্র নগর ব্লকের অন্তগত নেতাজি সুভাষ গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়ার রাস্তাটি এখন জনগনের মরন যন্ত্রনায় পরিণত হয়েছে। রাস্তাটি শুধু একটি পাড়ার নয় এই রাস্তা উত্তর ভারত চন্দ্র নগর, কালন ঢেপা এবং বিলোনীয়া শহরে যাতায়াতের অন্যতম একটি গুরুত্ব পূর্ন রাস্তা। প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে ৮ – ১০ হাজার মানুষ যাতায়াত করতো। অথচ একটি গুরুত্ব রাস্তা সংস্কার বা তৈরীর বিষয়ে সম্পুর্ন উদাসিন সরকার এবং শাসক দল। রাস্তাটি দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা যেমন স্কুলে যেতে পারছেনা তেমনি কোন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য বা অগ্নী নির্বাক বা পুলিশের গাড়ীও যেতে পারছেনা। কৃষি প্রধান মূলত রাবার সব্জীর ধানের এই এলাকার মানুষের উৎপাদিত পন্য বাজারযাত করতে মাথায় নিয়েও জাতায়াত করা কঠিন হয়ে পরেছে। বুধবার এলাকাবাসি নতুন রাস্তা দ্রুত তৈরীর দাবিতে উত্তর পাড়ায় ভাঙ্গা রাস্তায় এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং সাংবাদিকদের জানায় রুজি রুটির শিক্ষা সহ অনান্য পরিশেবার গুরুত্ব পূর্ন নেতাজি সুভাষ নগর গ্রাম পঞ্চায়ের উত্তর পাড়ার রাস্তাটি দ্রুত তৈরী করে না দিলে দলমতের উর্ধে এসে বৃহত্তর আনন্দোলন গড়ে তোলা হবে তার জন্য দায়ি থাকবে প্রশাসন এবং সরকার।