বিলোনিয়াঃ
শিক্ষকের বদলির প্রতিবাদ সহ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল ঋষ্যমুখ ব্লকের মানিরাম বাড়ি এলাকা । বিদ্যালয়ের পঠন পাঠন ছেড়ে দিয়ে মানিরামপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয় পথ অবরোধের মধ্য দিয়ে। পড়ুয়ারা নয় অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয় এসএমসি কমিটিও পড়ুয়া ছাত্র ছাত্রীদের সাথে পথ অবরোধে সামিল হয়। আজ দুপুর বারোটা নাগাদ মানিরামপুর বাজার সংলগ্ন ঋষ্যমুখ ভায়া জোলাইবাড়ি রাস্তা অবরুদ্ধ করে রাখে মানিরামপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও বিদ্যালয়ের এসএসসি কমিটির কর্তৃপক্ষরা। অবরোধের জেরে কয়েক ঘণ্টার জন্য স্তব্দ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে ঋষ্যমুখ ব্লকের বিদ্যালয় পরিদর্শক । এরপর অবরোধকারীদের সাথে কথা বলেন বিদ্যালয় পরিদর্শক । অবরোধ কারীরা শিক্ষক সংকটের কথা তুলে ধরে, বদলির আদেশ প্রাপ্ত শিক্ষকের বদলির আদেশ রদ করার আবেদন জানান। বিদ্যালয় পরিদর্শক আশ্বস্ত করেন এ বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে কথা বলে সমস্যা সমাধান করবেন। এই আশ্বস্ত পাওয়ার পর অবশেষে পড়ুয়া ছাত্র ছাত্রীরা অবরোধ তুলে নেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই আশ্বাস কতটুকু কার্যকর করা হয় তা সৈই দিকে তাকিয়ে বিদ্যালয় এর পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও বিদ্যালয়ের এ এস এম সি কমিটির কর্তৃপক্ষ করা । নাকি আবারো আন্দোলনে নামতে হবে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সেই টাই লাখ টাকার প্রশ্ন চিহ্নের মুখে ?