আগরতলাঃ
শহর কাপিয়ে রাজভবন অভিযানে নামল ৭টি বাম শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার রাজধানী শহরে এক দীপ্ত মিছিলে সামিল হয় বাম শ্রমিক সংগঠনের কর্মীরা। মুলত রাজ্যপালের কাছে ১৭ দফা দাবিতে এই অভিযান। ত্রিপুরা তপশীলী জাতি সমন্বয় সমিতি এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সহ আরও পাঁচটি বাম শ্রমিক সংগঠন এদিন অভিযানে সামিল হয়। দেশে তপশীলী জাতিভুক্ত মানুষের সামাজিক স্বীকৃতি নেই, তারা এখনো সামাজিক অন্যায়ের সম্মুখীন, তাদের সাংবিধানিক অধিকার কার্যকরি করতে হবে । রাজভবন অভিযানের পর হবে সংসদ ভবন অভিযান। আগামী ৪ঠা ডিসেম্বর এক কোটি স্বাক্ষর সমেত এক মেমোরেন্ডাম তুলে দেওয়া হবে দেশের রাষ্ট্রপতির হাতে। একথা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি ভানুলাল সাহা।