আগরতলাঃ
শুরু হল ৬৭ তম জাতীয় স্কুল গেমস । রাজধানীর NSRCC তে মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু সূচনা হল ৬৭তম জাতীয় স্কুল গেমস। যুব কল্যান ও ক্রিড়া দপ্তরের উদ্যোগে রাজ্যে এবছর এই আয়োজন শুরু হয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে ছাত্রছাত্রীরা জাতীত স্তরের এই প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমিধ্যেই উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রিড়া মন্ত্রী টিঙ্কু রায়।