উত্তরপ্রদেশঃ
আমি কোলকাতার রসগোল্লা। কোলকাতার রসগোল্লা অশান্তির কারন হয়ে দাড়াল উত্তরপ্রদেশের এক বিয়ে বাড়িতে। বিয়েবাড়িতে রসগোল্লা নিয়ে মারপিট। জখম হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ছ’জন। ঘটনাটি উত্তরপ্রদেশের আগরার শামসাবাদ থানা এলাকার। রবিবার রাতে সেখানে একটি বিয়েবাড়িতে গোলমাল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পুলিশ অফিসার অনিল শর্মা জানিয়েছেন, রবিবার রাত ১২টার পর বিয়েবাড়ির অনুষ্ঠানে গোলমাল শুরু হয়। অতিথিদের মধ্যে কেউ রসগোল্লা খেতে চেয়েছিলেন। কিন্তু রসগোল্লা ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। তাই নিয়েই ঝামেলা শুরু হয়। ‘রসগোল্লা এত কম কেন?’ প্রশ্ন তুলেছিলেন এক অতিথি। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। কথা কাটাকাটি থেকে যা একসময় মারপিটের পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষের মোট ছ’জন আহত হন। বিয়েবাড়ি থেকেই পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এলে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল।