Home BREAKING NEWS মিধিলি’র পর এবার ঘূর্ণিঝড় ‘মিগজ়াউম’ এর প্রাথমিক পূর্বাভাস

মিধিলি’র পর এবার ঘূর্ণিঝড় ‘মিগজ়াউম’ এর প্রাথমিক পূর্বাভাস

by News On Time Tripura
0 comment

ওয়েবডেস্কঃ

পূর্বাভাস অনুসারে আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। ক্রমশ উত্তর পশ্চিমদিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে। শক্তি বাড়িয়ে ২৯ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। এর পর সেটি ক্রমশ উত্তর দিকে এগোতে থাকবে। ২ ডিসেম্বর সেটি পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

পূর্বাভাস মিলে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের একাংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বইতে পারে দমকা হাওয়া। ঘূর্ণিঝড়টি যথেষ্ট শক্তিশালী হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে মিগজ়াউম।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato