চুরাইবাড়ি:
কিশোর রঞ্জন হোড়
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরাইবাড়ি থানার হাতে আটক অর্ধ কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট।সাথে আটক দুই পাচারকারী।জানা গেছে,শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ চুরাইবাড়ি থানার ওসি দলবল নিয়ে থানা এলাকার মধ্য চুরাইবাড়ি সংলগ্ন কদমতলা -চুরাইবাড়ি সড়কের উপর থেকে TR01BW/0301 নম্বরের একটি সাদা রঙের hyundai ভেন্যু গাড়ি আটক করেন। তারপর গাড়িটিতে তল্লাশি চালালে গাড়ির নিচের বডিতে থাকা গোপন কক্ষ থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় আবুল বাসার(৩৬),পিতা বিল্লাল মিয়া।বাড়ি কাঁঠালিয়া এবং জসীম মিয়া (৩৫), পিতা আলকাছ মিয়া,বাড়ি সোনামুড়ার বাসিন্দাকে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা হবে। ইয়াবা ট্যাবলেট গুলি অসম থেকে সোনামুড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।পাশাপাশি একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে স্হানীয় থানার পুলিশ।রবিবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।