Home BREAKING NEWS গাজায় এম্বুল্যান্সে হামলা, নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজায় এম্বুল্যান্সে হামলা, নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

by News On Time Tripura
0 comment

গাজা:

মানবতাকে বার বার লজ্জিত করছে ইজরায়েল-হামাস যুদ্ধ। এবার গাজ়ায় অ্যাম্বুল্যান্সের উপরে হামলার অভিযোগ ইজরায়েলের বিরুদ্ধে। অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে ইজ়রায়েলি ফৌজ বোমা ফেলেছে বলে অভিযোগ। অভিযোগ এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০-এর কাছাকাছি।

গাজ়ার আল-শিফা হাসপাতালের সামনে শনিবার সকালে বোমা পড়ে। সেই সময় হাসপাতাল থেকে একটি এম্বুল্যান্স বেরোচ্ছিল। অন্যদিকে ইজরায়েলের হামাস অস্ত্র পরিবহণের জন্য অ্যাম্বুল্যান্স ব্যবহার করছে এবং হামাসের সদস্যেরাও অ্যাম্বুল্যান্সে করেই যাতায়াত করে। সেই কারণেই তারা অ্যাম্বুল্যান্সের উপর ইচ্ছাকৃত ভাবে বোমা ফেলেছে, আত্মপক্ষ সমর্থন করে এমনই দাবি ইজরায়েল সেনার।

অন্য দিকে, হামাস জানিয়েছে, এই এম্বুল্যান্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। গাজ়ার অ্যাম্বুল্যান্সে ইজ়রায়েলি হামলার নিন্দা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজ়রায়েলের হামলার কারণে দেশের অন্তত ১৬টি হাসপাতাল নিষ্ক্রিয় হয়ে পরেছে । চার সপ্তাহের যুদ্ধে গাজ়ায় আহতের সংখ্যা ২৩ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৯,২০০।

You may also like