Home BREAKING NEWS মুঙ্গিয়াকামীর বেলাইহামে পৌঁছায়নি প্রতি ঘরে নল

মুঙ্গিয়াকামীর বেলাইহামে পৌঁছায়নি প্রতি ঘরে নল

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়া:

জলই জীবন!

এই জলের জন্যই হাহাকার করতে হচ্ছে বহু পরিবারকে!

প্রধানমন্ত্রীর ঘর ঘর জল যোজনায় প্রত্যেকের বাড়ির সামনে জলের লাইন থাকলেও,সেটা দিয়ে মিলছে না জল!

উল্লেখ্য, সুস্থ এবং স্বাভাবিক জীবনযাত্রার মধ্য দিয়ে বেচে থাকতে গেলে বিশুদ্ধ পানীয় জল একটি অনন্য উপাদান। আর এই বিশুদ্ধ পানীয় জলের জন্যই হাহাকার করছে তেলিয়ামুড়া থেকে অনতি দূরে মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত বেলাইহাম পাড়ার প্রত্যন্ত এলাকার গিরিবাসীরা।


সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধিন বেলাইহাম পাড়া,যেখানে বহু জনজাতি পরিবারের বসবাস। কিন্তু বিগত বহু বছর ধরে এই বেলাইহাম পাড়ার গিরিবাসীরা শুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে। সংশ্লিষ্ট এলাকার গিরিবাসীরা প্রত্যেক দিন তাদের বিভিন্ন কাজ,যেমন-: রান্না,শৌচ,স্নান করা সহ সংশ্লিষ্ট এলাকার শিশু থেকে প্রবীন সকলে, জল আনার জন্য পাহাড়ের উচু থেকে প্রায় ১০০ থেকে ১৫০ ফুট নীচ থেকে পাথর চুষে আসা কুয়ার অশুদ্ধ জল এনে তা পান করতে হয়।


এই জল স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকর। যার ফলে, বেলাইহাম পাড়ায় এই অশুদ্ধ জলের কারনে বিভিন্ন জলবাহিত রোগ,যেমন-: কলেরা,ম্যালেরিয়া,টাইফয়েড,আমাশয় ইত্যাদি নিত্যদিনের সঙ্গী।
সংবাদে উল্লেখ করা একান্ত প্রয়োজন যে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রকল্পে ঘর ঘর জল যোজনার অঙ্গ হিসেবে বেলাইহাম পাড়ার প্রত্যেক পরিবারের বাড়ির সামনে একটি করে জলের লাইন দেওয়া হয়েছে,যা শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। কারণ,এই জলের লাইন দিয়ে বিগত বহুবছর ধরে জলের দেখা মিলছে না। এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের সহ সংশ্লিষ্ট দপ্তর কে জানানো হলেও উনারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
এই বহু বছরের জলের সমস্যার চিত্র আমাদের প্রতিবেদকে গন্তব্য স্থলে মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অন্তর্গত বেলাইহাম পাড়ায় ছুটে গেলে সংশ্লিষ্ট এলাকার গিরিবাসীরা অভিযোগ করে জানান,, যে,এই এলাকায় এই ধরনের জলের সমস্যা বিগত বহু বছরের সমস্যা। এই জল পান করার ফলে সংশ্লিষ্ট এলাকার অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিছুদিন পর পরই চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। তিনি আরো জানান যে, বর্ষার দিনে যদি বেশি বৃষ্টি হয় তাহলে উনাদের জল আনতে অনেক অসুবিধা হয় যার কারণে কোনো কোনো দিন জল না খেয়েই দিন কাটাতে হয়।
বর্তমানে বেলাইহাম পাড়ার গিরিবাসীদের দাবি সরকার যেন উনাদের কথা চিন্তা করে সংশ্লিষ্ট এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেয়। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অন্তর্গত বেলাইহাম পাড়ার গিরিবাসীদের এই সমস্যা সমাধানের জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato