বিশালগড়:
সাদা পোষাকে বিশালগড় পুলিশের সফল অভিযান। শুক্রবার সন্ধ্যা রাতে বিশালগড়ের কড়ইমুড়া এলাকায় গোপন অভিযানে যায় বিশালগড় থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশালগড় থানার পুলিশ। সেখানে নেশাদ্রব্য প্রচার করতে গিয়ে হাতেনাতে আটক করে স্থানীয় তিন কুখ্যাত নেশা কারবারিদের।