ধর্মনগরঃ
জায়গা সম্পত্তি নিয়ে বড় ছেলের হাতে রক্তাক্ত বাবা মা।আহত বড় ছেলে ও তার স্ত্রী।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পূর্ব হরুয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে।জানা গেছে জায়গা সম্পত্তি জনিত বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মনিলাল দাস তার বাবা মঞ্জু লাল দাস(৭০) ও মা আরতি দাসের(৬০) উপর আক্রমণ চালায়।বড় ছেলে লোহার রড দিয়ে আক্রমণ করা দেখে স্বামীকে বাঁচাতে গেলে আক্রান্ত হন মা। মায়ের মাথায় বেশ কয়েকটি আঘাত লাগে।তাদের দুইজনের মাথা ফেটে রক্ত ক্ষরণ হয়। এদিকে বাবা মার উপর আক্রমণ দেখে ছোট ভাই রাজন দাস সহ পরিবারের বাকি সদস্য বড় ভাই ও তার স্ত্রীর উপর আক্রমণ চালায়।তাতে আঘাতপ্রাপ্ত হয় বড় ভাই মণি লাল দাস (৪৫) সহ তার স্ত্রী। ঘটনার পর ধর্মনগর দমকল কর্মীরা পৃথক পৃথক ভাবে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের চিকিৎসা শুরু হয়।ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ জেলা হাসপাতালে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ নথিভুক্ত করে তদন্ত শুরু করে।গোটা ঘটনায় পূর্ব হুরুয়া জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।