
আগরতলাঃ
ত্রিপুরা রাজ্য নতুন হজ কমিটির প্রথম বৈঠক। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় ত্রিপুরা রাজ্য হজভবনের কনফারেন্স হলে নব নির্বাচিত কমিটির সকল সদস্য সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার। শুরুতে প্রত্যেক সদস্যদের পরিচিতি পর্ব শুরু হয়। তারপরে হজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সদস্যরা বিভিন্ন আলোচনা উপস্থাপন করেন। সকল সদস্যদের প্রস্তাবিত মতামত গুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উল্লেখযোগ্য রাজ্য হজ কমিটির বাজেট বৃদ্ধি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সারা রাজ্য থেকে ১০০ যুবক যুবতীদের আইপিএস, আইএএস স্তরের প্রশিক্ষণ শিবির করার জন্য সিদ্ধান্ত হয়। তৃতীয়ত বেকার যুবক যুবতীদের কম্পিউটার কোচিং করার জন্য সিদ্ধান্ত হয়। পাশাপাশি হজ যাত্রী সহ হজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়। আগামী দিনে হজ কমিটি এবং হজ যাত্রীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে হজ কমিটির নির্বাচিত সদস্য সদস্যদের সহযোগিতা পাশাপাশি রাজ্যের জনগণের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক হাফিজ উদ্দিন, হজ ভবনের ও.এস আব্দুল মতিন সহ অনেকেই।