মুম্বাইঃ
ওয়াংখেড়েতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্ট্যাডিয়ামে উন্মোচন হয় সচিনের এক মর্মর মূর্তির। ওয়াংখেড়েতেই জীবনের শুরু এবং এই ওয়াংখেড়েতেই জীবনের শেষ ম্যাচ খেলেছিলেন সচিন তেন্ডুলকর। আর সেই মাঠেই স্থাপিত হল তাঁর মর্মর মূর্তি। সচিনের হাতেই তাঁর মূর্তির উন্মোচন হয়। কিন্তু মুর্তি উন্মোচনের একদিন পরেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। সামাজিক মাধ্যমে অনেকেই বলছে মুর্তির মুখমন্ডলের সাথে সচিনের পরিবর্তে অস্ট্রেলিয়ার প্লেয়ার স্টিভ স্মিথের মিল বশী।