
বিশালগড়ঃ
পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে সাথেই শুরু হয়েছে কালবাজারী। রাজ্যের বিভিন্ন স্থানে অবৈধ মজুদ শুরু করে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে পেঁয়াজের কৃত্রিম অভাব তৈরী করে অত্যাধিক দামে বিক্রি করে অবৈধ মুনাফা কামানের ধান্দা শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। এক সপ্তাহের মধ্যেই ৫০ টাকা থেক একলাফে পেঁয়াজের মুল্য চলে যায় ৭০ টাকায়। তবে এই বিষয়ে প্রশাসনের নজরদারি রয়েছে গোটা রাজ্যজুড়ে। বৃহস্পতিবার সকাল এগারোটায় বিশালগড় মহকুমা প্রশাসন ও জেলা টোবাকো কন্ট্রোল সেলের যৌথ উদ্যোগে প্রথমে গোলাঘাটি এবং বিশালগড় নিচের বাজার সহ নিউমার্কেটে এলাকার বিভিন্ন দোকানে প্লাস্টিক, তামাকজাত দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ জিনিসের তল্লাশি অভিযান চালানো হয়।এর আগেও প্রশাসনিক আধিকারিকরা ঐসব দোকানে তল্লাশি চালিয়ে দোকান মালিকদের সতর্কবার্তা দিয়ে এসেছিলেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ, তামাকজাত দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে প্রশাসনের অভিযান চলাকালে গোলাঘাটি বাজারে আটটি দোকান থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ,তামাকজাত দ্রব্য, শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। সতর্ক করে দিয়ে আসেন গোলাঘাটির সবকটি দোকানের মালিককে। খাদ্য দপ্তর থেকে আগামীদিনের অভিযানে যদি কোন রকম প্ল্যাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয় তাহলে একহাজার টাকা, তামাকজাত দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ জিনিসের জন্য দুইশো টাকা করে জরিমানা করা হবে বলে জানান ডিসিএম প্রসেনজিৎ দাস। বৃহস্পতিবার এই অভিযানে নেতৃত্ব দেন ডিসিএম প্রসেনজিৎ দাস সহ লিগাল মেথোলজি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিতা রানি দেবনাথ, ড্রাগ ইন্সপেক্টর বিকাশ দেববর্মা, ফুড ইন্সপেক্টর রনচিত্র চাকমা সহ অন্যান্য আধিকারিক গণ। প্রশাসনের এমন অভিযানে খুবই খুশি ক্রেতা সহ স্থানীয় জনগণ।তাছাড়া পেঁয়াজের অগ্নিমূল্য থেকে সাধারণ মানুষকে সামান্য নিষ্কৃতি দিতে বৃহস্পতিবার বিশালগড়ের বিভিন্ন বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকগণ। খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজের ক্রয় মূল্যের রসিদ দেখাতে বললে কোন ব্যবসায়ী তা দেখাতে পারেননি। পেঁয়াজ ৭০ /৭৫ টাকা দরে বিক্রি করছেন কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা। এই কথা জানতে পেরে ডিসিএম হানা চালিয়ে বিশালগড় নিউমার্কেটস্থিত বেশ কয়েকটি মুদির দোকান থেকে পঁচা পেঁয়াজ বাজেয়াপ্ত করেন। ব্যবসায়িদের বর্তমান পেঁয়াজের বাজার মূল্য জিজ্ঞেস করা হলে উনারা জানান পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করছেন। ডিসিএম প্রসেনজিৎ দাস সকল ব্যবসায়ীদের আহ্বান করেন যেন পেঁয়াজ সঠিক মূল্যে বিক্রি করা হয়। তিনি সংবাদ মাধ্যমের দ্বারা সকলকে অবগত করেন যেন কিছু অসাধু ব্যবসায়ীর খপ্পরে না পরে সঠিক মূল্যে পেঁয়াজ ক্রয় করার জন্য। জনগণকে আরোও আশ্বস্ত করেন যে তাদের স্বার্থে আগামী দিনেও এমন অভিযান করা হবে।