গন্ডাছড়াঃ
গন্ডাছড়ায় উদ্ধার আরও এক বস্তাবন্দি মৃতদেহ। মায়ের পর এবার উদ্ধার ১২ বছরের নাবালিকা কন্যার মৃতদেহ। গত মঙ্গলবার গন্ডাছড়ার রইস্যাবাড়ি ব্রিজ সংলগ্ন ডম্বুর জলাশয়ে এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার সেই মহিলার ১২ বছরের নাবালিকা কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য। বুধবার ময়নাতদন্তের পর মৃত মহিলা রুপাশ্বরী জমাতিয়ার দেহ তুলে দেওয়া হয় স্বামী যুগল কিশোর জমাতিয়ার হাতে। তার মধ্যে বৃহপ্সতিবার হঠাত জলাশয়ে বাসতে দেখা যায় তাদেরই নিখোঁজ ১২ বছরের কন্যার মৃতদেহ। রইস্যাবাড়ী থানার পুলিশ ডুম্বুর গভীর জলাশয় থেকে বস্তা বন্দী মৃত দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে গন্ডাছড়া মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা, রইস্যাবাড়ি থানার ও/সি চৈতন্য রিয়াং, ম্যাজিস্ট্রেট এবং ডাক্তার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এখন বড় প্রশ্ন হচ্ছে এই চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসল রহস্য কি ? অপেক্ষা এখন রহস্য উন্মোচনের।