জিরানিয়াঃ
মোবাইল কেড়ে নিল এক নাবালিকার তরতাজা প্রাণ। মোবাইলের চার্জার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেনীতে পড়ুয়া এক নাবালিকার। ঘটনা জিরানিয়ায়। জানা যায় বাড়িতেই মোবাইল চার্জ করার জন্য বৈদ্যুতিক বোর্ডে চার্জার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সুস্মিতা রুদ্রপাল নামে এক নাবালিকার। বুধবার রাতে তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রাতে সুস্মিতার মৃত্যু হয়। শোকের বিষয় হচ্ছে সুস্মিতার বড় বোন কয়েক বছর আগে অগ্নিদগ্ধা হয়ে মারা যায়। আর এখন বাবা মায়েল কোল ফাঁকা করে সুস্মিতাও চলে যায় ।