আগরতলাঃ
এবার বলিউডের সিনেমা দেখা যাবে রাজ্যের মেয়েকে। হিন্দি সিনেমায় অভিনয় করতে চলছে ত্রিপুরার মেয়ে শ্রীজিতা ভট্টাচার্জী। সে আগরতলা জয়নগরের বাসিন্দা জয়ন্ত ভট্টাচার্য ও সোমা দে ভট্টাচার্যের কন্যা। এক সাক্ষাৎকারে শ্রীজিতা জানান, কখনো ভাবিনি বলিউডের সিনেমায় অভিনয় করার সুযোগ পাব । শ্রীজিতা এয়ার হোস্টেসের চাকরি করতেন। কিছুদিন পূর্বে মুম্বাই বিমানবন্দরে তার সাথে দেখা হয়েছিল বলিউডের চলচ্চিত্র পরিচালক অলক শ্রীবাস্তবের। সেখানেই পরিচালকের কাছে অভিনয় করার নিজের ইচ্ছা কথা প্রকাশ করে শ্রীজিতা এবং পরিচালকও তাকে আমন্ত্রণ করেন তার অফিসে আসার জন্য। সেই অনুসারে তিনি অফিসে যান এবং বিভিন্ন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। অলক শ্রীবাস্তবের নতুন হিন্দি ছায়াছবি মানালি ক্রিম এর কাজ শুরু হবে জানুয়ারি মাস থেকে। আর সেই সিনেমা ধরেই বলিউডে প্রবেশ করছে রাজ্যের মেয়ে শ্রীজিতা। তিনি এদিন আরও বলেন, ছোটবেলা এরকম কিছু ইচ্ছা না থাকলেও বড় হয়ে তার ভীষণ ইচ্ছা হয় সিনেমায় অভিনয় করার। সেই দিকে লক্ষ রেখেই শ্রীজিতার এই পথ চলা। এখন দেখার বিষয় নতুন বলিউডের অধ্যায়ে শ্রীজিতা কতটা ছাপ রাখতে পারে। ফুল অর আগ, জানে কিয়া হোগা এরকম বেশ কয়েকটি হিন্দি ছবির নির্মাতা অলক শ্রীবাস্তব তাছাড়া তিনি টিভির পর্দায় অনেক সিরিয়ালও পরিচালনা করেছেন।