দিল্লি:
একের পর এক ফ্লপ ছবি দিচ্ছেন কঙ্গনা রানাউত। বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে থাকা কঙ্গনার ছবি বয়কট করছে দর্শকরা। একের পর এক ফ্লপ হচ্ছে সিনেমা।
টিকিট বিক্রির সংখ্যা শূন্য, একাধিক প্রেক্ষাগৃহে বাতিল কঙ্গনার ‘তেজস’ ছবির শো।
: প্রথম সপ্তাহেই একাধিক প্রেক্ষাগৃহের মালিক বাতিল করেছেন কঙ্গনা রানাউতের নতুন ছবি। এই ছবির গল্প মূলত এয়ারফোর্সের এক বিমান চালককে নিয়ে, যে দেশকে রক্ষা করতে যে কোনও পর্যায়ে যেতে পারে। ভারতীয় বায়ুসেনা অফিসার (airforce officer) তেজস গিলের জীবন নিয়ে তৈরি এই ছবি চলতি বছরে সবচেয়ে বড় ফ্লপ ছবির তালিকায় নাম লিখিয়েছে। ইতিমধ্যেই একাধিক মাল্টিপ্লেক্স থেকে বাতিল হয়েছে কঙ্গনার ছবির শো।
প্রথম সপ্তাহেই একাধিক প্রেক্ষাগৃহের মালিক বাতিল করেছেন কঙ্গনা রানাউত অভিনীত ‘তেজস’ ছবির শো। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে সোমবার থেকেই এই ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর ভিডিও করে সকলকে প্রেক্ষাগৃহে আসতে অনুরোধ সত্ত্বেও এমনই হাল ‘তেজস’-এর।