দিল্লি:
স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রী। ইডির সমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে। সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসৌদিয়ার পর এবার দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন করল ইডি। তবে বৃহস্পতিবার তাঁকে সমন করা হলেও আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জি়জ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বৃহস্পতিবার ইডির তরফে তাঁকে তলব করা হয়েছে। কিন্তু তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ইডিকে চিঠি লিখেছেন। কেজরীওয়াল ইডিকে লেখা তাঁর চিঠিতে বলেছেন কি কারনে এবং কেন তাকে ইডি তলব করেছে তা সমনে স্পষ্ট নয়। তাছাড়া তাকে ব্যক্তিগতভাবে, নাকি মুখ্যমন্ত্রী হিসাবে নাকি আম আদমী পার্টির প্রধান হিসাবে তলব করা হয়েছে সমনে তারও উল্লেখ নেই। তাছাড়া তাকে সমন পাঠানোর আগেই বিজেপি নেতা কর্তৃক এই বিষয়ে অগ্রিম মন্তব্যকে ঘিরেও ইডিকে এক হাত নিয়েছেন কেজরীওয়াল। বিধানসভা ভোটের প্রচারে মধ্যপ্রদেশে যাবেন বলেই কেজরীওয়াল বৃহস্পতিবার ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন না বলে আপের একটি সূত্রে জানানো হয়েছে। কেজরীওয়াল তলব করার ঘটনাকে ‘বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন।