দিল্লিঃ
টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে সংসদের এথিক্স কমিটির সমনে বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনে হাজির হলেন তৃনমূল সাংসদ মহুয়া মৈত্র। বিতর্কিত এই মামলায় এথিক্স কমিটির প্রশ্নের মুখে পড়ছেন মহুয়া, তার ঠিক ২৪ ঘণ্টা আগে তাঁর প্রাক্তন বান্ধব সুপ্রিম কোর্টের আইনজীবী রটওয়েলার পোস্ট নিয়ে বিতর্ক। মহুয়া কমিটির সামনে তাঁকে জেরা করতে চেয়েছেন।
টাকা নিয়ে প্রশ্নকাণ্ডের প্রেক্ষিতে ইদানীং শিরোনামে উঠে এসেছে রটওয়েলার হেনরি। সে কার কাছে থাকবে, তা নিয়ে মহুয়া এবং দেহাদ্রাইয়ের মধ্যে সমস্যা চলেছে। গত মাসেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দেহাদ্রাইয়ের লেখা একটি চিঠি তুলে ধরে দাবি করেন, শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ টাকা এবং উপঢৌকনের বিনিময়ে সংসদে প্রশ্ন করে থাকেন মহুয়া। দেহাদ্রাই সেই চিঠিতে দাবি করেন, সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার জন্য তৃণমূল সাংসদ হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছেন, এর অকাট্য প্রমাণ তাঁর কাছে আছে।
হিরানন্দানি গোষ্ঠী প্রাথমিক ভাবে সমস্ত অভিযোগ এড়িয়ে যায়। দাবি করে, তারা ‘রাজনীতির ব্যবসা’য় নেই। যদিও কয়েক দিনের মধ্যেই হিরানন্দানি একটি বিস্ফোরক হলফনামা জমা দেন।
এনিয়ে দেশের রাজনৈতিক অলিন্দে এখন জোর গুঞ্জন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে মহুয়ার সাথে কংগ্রেস সাংসদ শশি থারুরের ছবি নিয়ে বতর্ক হয়েছে বহু। তবে বিরোধী কংগ্রেস এবং আনেক দল মুহুয়ার সমর্থনে সামনে এসেছে।