তেলেঙ্গানাঃ
দক্ষিন ভারতে কোনভাবেই আধিপত্য স্থাপনে ব্যর্থ হচ্ছে ভাজপা। কর্নাটকের হারের পর এবার নজর তেলেঙ্গানায়। তবে ৩০শে নভেম্বর ভোটের আগে ক্রমশই দুর্বল হচ্ছে দল। বিধানসভা ভোটের আগে আবার দল ছাড়ার হিরিক বিজেপিতে। বিআরএসের পাশাপাশি দাক্ষিনের এই রাজ্যে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন অনেক নেতা। এ বারে বিধানসভা ভোটে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী ওরফে বিবেক ছাড়লেন দল, যোগ দিলেন কংগ্রেসে। মঙ্গলবার তিনি বিজেপি থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ২০০৯ সালের লোকসভা ভোটে পেড্ডাপল্লি কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি।
বিবেকানন্দের বাবা জি বেঙ্কটস্বামী ছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রথম সারির কংগ্রেস নেতা তথা ছ’বারের লোকসভা সাংসদ। রাহুল গান্ধীর হাত ধরেই কংগ্রেসে এলেন তিনি। কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, বিধানসভা ভোটে বিবেকানন্দের ছেলে ভি কৃষ্ণকে পেড্ডাপল্লির চেন্নুর আসন থেকে প্রার্থী করা হতে পারে। গত মাসে প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ কে রাজগোপাল রেড্ডি-সহ একাধিক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে ভোট । মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের সঙ্গেই গণনা হবে ৩ ডিসেম্বর । তেলেঙ্গানায় লড়াই ত্রিমুখী।বিআরএস-ভাজপা-কংগ্রেস।