ধর্মনগরঃ
চলন্ত স্কুটিতে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ নাবালক।আহত নাবলকের নাম সূর্য সরকার(১৬)।বাড়ি ধর্মনগর পৌর পরিষদের ১৭ নং ওয়ার্ডে।জানা গেছে মঙ্গলবার সাত সকালে সূর্য সরকার নামের এক নাবালক তার টি আর ০৫ই ৬৯৬৩ নম্বরের স্কুটি নিয়ে কৈলাসহরের দিকে যাচ্ছিল।আর জাতীয় সড়ক দিয়ে সেলফি তুলতে তুলতে যাওয়ার সময় বড়ুয়াকান্দি এলাকায় আচমকা একটি ই রিক্সার পেছনে গিয়ে স্কুটিটি সজোরে ধাক্কা দেয়।তখন জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে স্কুটি চালক সূর্য।পথচলতি মানুষ ঘটনা পত্যক্ষ করে ধর্মনগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহত বাইক চালককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।পরে জেলা হাসপাতালের চিকিৎসক বাইক চালকের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন। এদিকে চিকিৎসক সূত্রে জানা গেছে,আহত বাইক চালকের দাঁত এবং বা পা ভেঙে গেছে। অপরদিকে ধর্মনগর থানার পুলিশ একটি পথ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে।