ধর্মনগরঃ
পূজার কয়েক দিনের বিরতির পর আবার শুরু হল নেশার রমরমা। রাজ্যে প্রবেশের পথে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে ধরা পড়লো প্রায় অর্ধ কোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেট সহ এক লরি চালক। ঘটনার বিবরণে জানা যায়,গতকাল অর্থাৎ সোমবার রাত নয়টা নাগাদ TR01AS-1735 নম্বরের একটি মিনি ট্রাক গৌয়াহাটি থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে অসমের চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের নাকা পয়েন্ট আসে। তখন অসম পুলিশের রুটিন তল্লাশির সময় গাড়িতে অন্যান্য পণ্য সামগ্রী মধ্যে থাকা স্পাসমো প্রক্সিভন প্লাস জাতীয় ছেচল্লিশ হাজার নেশার ট্যাবলেট উদ্ধার হয়। সাথে আটক করা হয় গাড়ির চালক সুমন দাসকে। তার বাড়ি ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়ায়। সে পুলিশকে জানায় এই ট্যাবলেট গুলি আগরতলায় নিয়ে যাচ্ছিল। অবশ্য পরবর্তী সময় সেগুলি বাঁকা পথে বাংলাদেশে পাচার করা হবে। এদিকে উদ্ধারকৃত ছেচল্লিশ হাজার নেশার ট্যাবলেটের কালোবাজারি মূল্য প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা বলে জানা গেছে। অপরদিকে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করা হয়।