বিলোনিয়াঃ
রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে পানীয় জলের কোম্পানি। সরকারী বিধি নিষেধের তয়াক্কা না করেই মানুষের জীবন নিয়ে চলছে ছিনিমিনি। বিলোনিয়ার এক জলের কোম্পানীর নামে এবার অনিয়মের অভিযোগ। প্রশাসনিক হানা, সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার কোম্পানির মালিকের। জীবন ধারা নামে জলের কোম্পানির উপর অভিযোগ। সরকারের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে পানীয় জল নিয়ে সাধারণ মানুষের সাথে ছিনিমিনি খেলায় মত্ত হয়ে উঠেছে অর্থ লোভী এই জলের ফ্যাক্টরির মালিক বিপুল । কোম্পানির নাম ডেইলি ফ্রেস ওয়াটার হলেও জলের বোতলে লেভেল সেটে দেওয়া হচ্ছে জীবন ধারা । এই ভুঁইফোর কোম্পানি গজিয়ে উঠেছে বিলোনিয়া সাতমূড়া ব্রীজ চৌমুহনী এলাকায়। সরকারের নিয়ম নীতি নির্দেশিকা নেই তারপরেও জীবন ধারা পানীয় জল কতটুকু ধারা বজায় রাখবে জীবনের তা বার বার এই কোম্পানিকে চোখে আঙুল তুলে ধরিয়ে দিচ্ছে ফুড সেফটি অফিসার থেকে শুরু করে মহকুমা প্রশাসন আধিকারিকরা । বিভিন্ন অভিযোগ পেয়ে বার বার এই জলের কোম্পানিতে ছুটে যেতে হচ্ছে প্রসাশনের কর্তাদের। সতর্ক করে দেওয়া হচ্ছে বার বার। জলের কোম্পানি চালাতে গেলে সরকারের নিদির্ষ্ট নিয়ম নির্দেশিকা মেনে জল বাজার জাত করার নির্দেশ দিলেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপন মনে অর্থ লোভী বিপুলের নিয়মে চলছে জীবন ধারা নামক এই জলের কোম্পানি। যেই জলের অপর নাম জীবন, তার সংজ্ঞা পাল্টে জলের অপর নাম মরন করে তোলতে ব্যাস্ত অর্থ পিপাসু বিপুল নাথ। এই অভিযোগে একসময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, ডেইলি ফ্রেস ওয়াটার কোম্পানিতে যাওয়ার পর কোম্পানির মালিক বিপুলের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের। এমনকি ক্যামেরায় হাত দেওয়া থেকে শুরু করে সাংবাদিক সহ প্রশাসনকে বিশ্রি ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ। বিপুলের দাবি প্রশাসন উনার কিছুই করতে পারবে না। শুধু মাত্র বিপুল নাথ না , বিপুল নাথের গুণধর ছেলেও সাংবাদিকদের এক প্রকার পাঠ দিতে থাকে । এখন প্রশ্ন উঠলো বিপুল নাথের কোম্পানির বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কি করে কোম্পানির জল বাজারজাত হচ্ছে । বিলোনিয়ার ফুড সেফটি অফিসার সহ অন্যান্য অফিসাররা কেন চুপ করে বসে আছে তা নিয়েও হাজারো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ।