বিশালগড়ঃ
দেবী দুর্গার বিসর্জনে সহয়তাকারী ঘাট-কর্মীদের অভিনন্দন ও সংবর্ধনা জানালেন বিধায়ক। বিশালগড়ে এ বছর মায়ের বিদায়কে কেন্দ্র করে প্রথমবারের মতো কার্নিভালের আয়োজন করা হয় । রাত ১ঃ০০ টা পর্যন্ত চলে বিভিন্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জন। আর প্রতিমা নিরঞ্জনে শেষ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা ঘাটকর্মী ছিলেন, তাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানালেন বিধায়ক সুশান্ত দেব। রবিবার বিশালগড়ের নবনির্মিত টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী। নিরঞ্জন ঘাট কর্মীদের উত্তরীয় পরিয়ে এবং নতুন বস্ত্র প্রদান করে সম্মান জানান বিধায়ক সহ অতিথিরা। সবশেষে ঘাট কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় বিধায়কের উদ্যোগে। বিধায়কের এই ধরনের পদক্ষেপে আবেগআপ্লুত হয়ে পড়েন ঘাট কর্মীরা । তাদের বক্তব্য এর আগে কখনোই কোন বিধায়ক তাদের এভাবে সম্মান জানায়নি।