Home BREAKING NEWS রেশন শপে সর্ষের তেলের দাম ১২৮ না ১১৩..?

রেশন শপে সর্ষের তেলের দাম ১২৮ না ১১৩..?

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

রেশন শপের মাধ্যমে লিটার প্রতি ১১৩ টাকায় সর্ষের তেল দেওয়া শুরু করল রাজ্য সরকার। তবে এই বিষয় নিয়ে আবার দ্বন্দ্ব তৈরী হবার সম্ভাবনা রয়ে গেল। রাজ্য সরকার ১১৩ টাকায় এক লিটার তেল দেওয়ার ঘোষনা করেছে, কিন্তু তেলের বোতলে দাম লেখা ১২৮ টাকা। তবে এই বিষয়টি স্পষ্ট করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বতলের গায়ে ১২৮ টাকা দাম লেখা থাকলেও রাজ্য সরকারের ১৫ টাকা ভূর্তকী ছেড়ে দিয়ে প্রতি লিটার সর্ষের তেলের মূল্য দাঁড়ায় ১১৩ টাকা। তাই এই বিষয়ে কোন রেশন ডিলারদের কাছ থেকে যাতে প্রতারিত না হতে হয়, ১১৩ টাকার স্থানে ১২৮ টাকা যাতে না রাখা হয় সেই দিকে নজর রাখতে হবে ভোক্তাদের। শুক্রবার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রথমে রাজধানীর প্রগতি রোড মেহের কালীবাড়ির সন্নিকটে ৬২ নং রেশন শপের মাধ্যমে ভোক্তাদের হাতে সর্ষের তেলের বোতল তুলে দেন। এর পর পর্যায়ক্রমে কদমতলী সিএনজি স্টেশন সংলগ্ন ২৪৫ নং রেশন শপ, ধলেশ্বর স্বামী দয়ালানন্দ স্কুলের সন্নিকটে ২৩০ নং রেশন শপ এবং রেশম বাগান স্থিত ২২৬  নং রেশন শপে গিয়ে সর্ষের তেল প্রদান প্রকল্পের সূচনা করেন।

You may also like