বিশালগড়ঃ
আবারো ব্যতিক্রমী চিন্তাভাবনায় প্রথমবারের মতো দেবী দুর্গার দশমীতে কার্নিভালের আয়োজন করে তাক লাগালেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব । বৃহস্পতিবার বিশালগড় পুর পরিষদ এবং বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো দেবী দুর্গার দশমীতে কার্নিভালের আয়োজন করা হয়। যা একপ্রকার মহা সাড়ম্বরে এবং সার্থকতার সহিত সম্পন্ন হয়।
বিশালগড়ে বিজয়া সম্মেলনের ইতিহাস থাকলেও দশমীতে কার্নিভালের আয়োজন এই প্রথমবার । বিশালগড় শহরের বনেদি ক্লাবগুলোর পাশাপাশি মোট 12 টি ক্লাব এবং পুজো কমিটি তাদের প্রতিমা নিরঞ্জনে এই কার্নিভালের অংশগ্রহণ করেন। প্রতিটি ক্লাব বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা রেখে মায়ের বিদায় অনুষ্ঠানে শামিল হয় ।
পুর পরিষদের পক্ষ থেকে পরবর্তী সময় সেরা তিনটি ক্লাবকে পুরস্কৃত করা হবে বলে জানা যায় । এদিন বিশালগড়ের ব্রিজ চৌমুহনী এলাকায় সুসজ্জিত আয়োজনের মধ্য দিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়। রাস্তায় নানা রঙের তুলির টানে সাজানো আলপনা, তার সাথে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন, সবমিলিয়ে বিশালগড়ের আপামর জনগণের বিপুল সংখ্যায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশালগড়ের এই কার্নিভাল আয়োজন সার্থকতার সহিত সম্পন্ন হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, তাছাড়াও প্রধান অতিথি ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাসক দলীয় বিধায়ক অন্তরা সরকার দেব, তফাজ্জল হোসেন, কিশোর বর্মন, বিন্দু দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ।
রাত ১২ টা পর্যন্ত চলে মায়ের বিসর্জন। দশমী ঘাটে রাজধানীর মতই ক্রেনের সাহায্যে প্রতিমা নিরঞ্জন করা হয়। সব মিলিয়ে নির্বঘ্নে সূষ্ঠূ ভাবেই সম্পন্ন হয় বিশালগড়ের প্রথমবারের কার্নিভাল।