ধর্মনগরঃ
শুক্রবার মহাষষ্ঠীর পূর্ন লগ্নে উত্তর জেলা সফরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা। এদিন সকাল এগারোটায় ধর্মনগর বটরসি স্থিত হেলিপ্যাডে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। তাছাড়া উপস্থিত জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। এদিন তিনি ধর্মনগরের মাটিতে পা রেখে প্রথমে ধর্মনগর নয়াপাড়া কালী মন্দিরে যান এবং দূর্গা পুজো মন্ডপের উদ্বোধন করেন। এরপর তিনি চলে আসেন ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ীতে।সেখানেও ঠিক একই ভাবে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজো মন্ডপের উদ্বোধন করেন।উদ্বোধন শেষে কালী মন্দিরে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা দেন মুখ্যমন্ত্রী।এদিকে কালী মন্দিরে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় মন্দির কমিটির পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী রাজ্য বাসীর উদ্দেশে বক্তব্য রাখাতে গিয়ে বলেন, মহা ষষ্টির পূর্ণ লগ্নে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের আমন্ত্রণে তিনি ধর্মনগরে এসেছেন। মায়ে পুজো ও পূজো মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি তিনি রাজ্যের মানুষের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিয়েছেন। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব যাতে সকলের ভালো ভাবে অতিবাহিত হয় সেই কামনা করেছেন তিনি। অধ্যক্ষ জানিয়েছেন, ধর্মনগর টাউন কালীবাড়ি নতুন করে তৈরি করতে তিনি তার কথা মতো বিধায়ক উন্নয়ন তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছেন।সেই সঙ্গে এই মন্দির পুনর নির্মাণের জন্য যদি আরও অর্থের প্রয়োজন পড়ে তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আগাম সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। এরপর তিনি চলে যান ধর্মনগর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে। মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে রাজ্য বাসীর জন্য মঙ্গল কামনা করেন তিনি।