ধর্মনগরঃ
আসন্ন দূর্গোৎসবকে শান্তি ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর উত্তর জেলার পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে চারটায় এক সাক্ষাৎকারে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান ,শারদীয় দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শক্ত হাতে মোকাবিলায় উত্তর জেলার পুলিশ।গোটা জেলা জুড়ে ছয়শো টি এস আর, একশো আধাসামরিক বাহিনী, পাঁচশো ত্রিপুরা পুলিশ সহ শত শত বলেন্টিয়ার মোতায়ন থাকবে।গোটা জেলা জুড়ে থাকবে পুলিশ এসিস্ট্যান্ট বুথ।তবে জেলা বাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার আহ্বান রাখেন,কেউ যেন আইন নিজের হাতে না তুলে পুলিশ এসিস্ট্যান্ট বুথের সাহায্য নেন। তাছাড়া ত্রিপুরা অসম, ত্রিপুরা মিজোরাম সীমান্তে চলছে কঠোর নজরদারি।প্রতিটি যানবাহন তল্লাশি করে ছাড় দেওয়া হচ্ছে। হোটেল গুলোতে চলছে চিরুনি তল্লাশি।সিল করে দেওয়া হয়েছে ইন্দো বাংলা সীমান্ত।এক একথায় শারদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আঁটোসাঁটো উত্তর জেলার পুলিশি নিরাপত্তা।