বিশালগড়ঃ
বিশালগড়ে দুর্গাপুজার দশমীতে এই প্রথম বারের মত কার্নিভালের আয়জন হতে যাচ্ছে । আগামী ২৬শে অক্টোবর বিশালগড়ের প্রতিটি ক্লাব এই কার্নিভালের মধ্য দিয়েই এই বছর তাদের প্রতিমা নিরঞ্জনে সামিল হবে। বুধবার এই বিষয়ে একটি প্রস্তুতি বৈঠক হয় বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ মহকুমার প্রশাসনিক আমলাদের পাশাপাশি এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা। কার্নিভালের দিন বিশালগড় শহরের মুল চৌমুহনীতে হবে অনুষ্ঠানের আয়োজন। মহকুমার প্রায় ১৫টি ক্লাব এই কার্নিভালে অংশ নেবে বলে ধারনা। এই কার্নিভালের সাফল্য কামনা করেছেন বিধায়ক সুশান্ত দেব ।
টিআইডিসি চেয়ারম্যান নবাদল বনিক প্রতিটি ক্লাব কর্তৃপক্ষের কাছে প্রশাসনকে সহযোগিতার আবেদন রাখেন এবং পুজার দিনগুলিতে পুজা প্রাঙ্গনে শান্তি শৃংখলা বজায় রাখার আহ্বান করেন।
তবে প্রথমবারের মত দশমীতে কার্নিভালের আয়োজনকে ঘিরে বিশালগড়বাসীর মধ্যে উৎসাহ এবং রোমাঞ্চ পরিলক্ষিত হয়।