আগরতলাঃ
সাংবাদিক সৈকত তলাপাত্রের মামলায় নয়া মোড়। গ্রেপ্তার হতে পারেন আইনজীবী রঘুনাথ মুখার্জী। সাংবাদিক পুজা রায় কর্তৃক পশ্চিমা মহিলা থানায় দায়েরকৃত মামলায় পশ্চিম ত্রিপুরা সেশান কোর্টে অন্তবর্তী জামিনের আপিল করেছেন আইনজীবী রঘুনাথ মুখার্জী। আদালত তার আবেদন নাকচ করে দেয়। আগামী ১৮ই অক্টোবর হবে সেই মামলার সুনানী। অন্যদিকে ৭ দিনের পুলিশ রিমান্ডে শেষে সোমবার আদালতে তোলা হলে মাননীয় বিচারক সৈকত তলাপাত্রকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। ক্রাইম ব্রাঞ্চের আরেকটি মামলায় আগামী ২৭শে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে সৈকত তলা পাত্রকে।। পশ্চিম মহিলা থানায় দায়েরকৃত আরেকটি মামলায় পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে সৈকত তলাপাত্র কে।। যার ফলে আগামী ২০ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে সৈকত তোলা পাত্রকে এবং ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। ইন্ডিপেন্ডেন্টের কলকাতা স্থিত অফিসে ত্রিপুরা পুলিশের অভিযান। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ সহ একাধিক নধিপত্র।