Home BREAKING NEWS ‘প্রথমবারের মত লাভের মুখে রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতি’ – মুখ্যমন্ত্রী

‘প্রথমবারের মত লাভের মুখে রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতি’ – মুখ্যমন্ত্রী

by News On Time Tripura
0 comment

মেলাঘরঃ

২০১৮ সালের আগে পূর্বতন সরকারের আমলে রাজ্যের কোন সমবায়ই লাভের মুখ দেখেনি। বর্তমানে রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতিও লাভের মুখ দেখছে। শুধু তাই নয় পূর্বতন কমিটির ফেলে যাওয়া ২২ লক্ষ টাকার ঋণ পরিশোধ করে নুতন নুতন কাজ করছে। সোমবার মেলাঘরের রাজঘাটে রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতি কতৃক এক অনুষ্ঠানে উদ্বোধন করে একথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেছেন রক্তের যেমন বিকল্প নেই, তেমনি স্বচ্ছতারও কোন বিকল্প নেই। রাজ্যের বর্তমান সরকার সেই স্বচ্ছতার নীতিতেই পরিচালিত হচ্ছে। শুধু তাই নয়, গোটা রাজ্যেই শান্তির পরিবেশ বজায় রয়েছে। আইন -শৃঙ্খলার কোন অবনতি কোন অবস্থাতেই হতে দেবেনা সরকার।
পর্যটন সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সংস্কৃতি ও কৃষ্টির মেলবন্ধন এই রুদ্রসাগর ও নীরমহল। শুধু নীরমহল নয়, গোটা রাজ্যের সব পর্যটন কেন্দ্র গুলিরই প্রভূত উন্নয়ন করা হয়েছে। তাই রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন পর্যটনের জন্য বহিঃরাজ্যের যাওয়ার আগে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি ঘুরে দেখুন। তিনি বলেছেন রাজ্য পর্যটনের ব্যান্ড এম্বাসেডর দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি রাজ্যের পর্যটন ক্ষেত্র গুলিকে বিশ্ব দরবারে তুলে ধরবে।
সোমবার বার্ষিক সাধারণ সভা শেষে রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতির উদ্যোগে সমিতির অন্তরভুক্ত সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়াও সদস্য পরিবার গুলির কৃতি ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয় সংবর্ধনা। সমবায়ের আয় থেকে ৪০০ জন সদস্যের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকার চেক। রাজঘাটের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের বাকি সমবায় গুলির মতো ২০১৮ সালের আগে রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতিও লাভের মুখ দেখতো না। কিন্তু বর্তমান সরকারের আমলে পূর্বতন কমিটির ফেলে যাওয়া ঋণ পরিশোধ করেও নুতন নুতন কাজ করছে বর্তমান কমিটি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লা চারণ নোয়াতিয়া ,সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ,বিধায়ক কিশোর বর্মন ,এস.সি ওয়েলফেয়ারের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী ,ত্রিপুরা কো-অপারেটিভ কনজিউমার-এর চেয়ারম্যান টুটন দাস প্রমুখ।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato