Home ত্রিপুরা রবিবার রাতে আগরতলা উড়ালপুলে ভয়ানক দূর্ঘটনা, নিহত দুই

রবিবার রাতে আগরতলা উড়ালপুলে ভয়ানক দূর্ঘটনা, নিহত দুই

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

পুজার আগে শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠা শুরু হল। তাঁর সাথে আবারো উড়ালপুলের নিরাপত্তা নিয়ে সংশয় বেড়ে গেল। রবিবার রাতে আগরতলা উড়াল পুলে আবারো ভয়ানক দূর্ঘটনা।দ্রুতগামী গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজন।।

খবর দেওয়া হয় দমকল কর্মীদের।। দমকলের কর্মীরা গুরুতর আহত অবস্থায় দু জনকেই জিবি হাসপাতালে নিয়ে আসে হলে ও শেষ রক্ষা হলো না।।

দুজনকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার।। একজনের নাম সুবীর এবং অপরজনের নাম অমিত বলে জানা যায়।।

You may also like