ধর্মনগরঃ
জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধের চার মাস কেটে গেলেও পূর্ত দপ্তরের কথা মতো কোন সংস্কার হয়নি।তাই বাধ্য হয়ে দ্বিতীয়বার অনির্দিষ্টকালের জন্য উত্তর ত্রিপুরা জেলার সোনারুবাসা এলাকায় ধর্মনগর – কদমতলা মূল সড়ক অবরোধ করে বসেন এলাকাবাসী।পথ অবরোধকারীরা জানিয়েছেন,ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের দেড় কিলোমিটার ইটসলিং রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন শত শত মানুষের যাতায়াতের ভরসা ভাঙ্গা রাস্তাটি সংস্কারের দাবিতে গ্রামবাসীরা চলতি বছরে ধর্মনগর-কদমতলা মূল সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন।তখন পূর্ত দপ্তর থেকে আশ্বাস দেওয়া হয় এক সপ্তাহের মধ্যে এই রাস্তাটির সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে। কিন্তু আশ্বাসের প্রায় চারমাস কেটে যাওয়ার পথে তবুও ঐ জরাজীর্ণ রাস্তার সংস্কারে হাত লাগায়নি পূর্ত দপ্তর।তাই পূর্ত দপ্তরের গাফিলতির কারনে গ্রামবাসী নাজেহাল হয়ে শনিবার সকাল এগারোটা থেকে সোনারুবাসা এলাকায় ধর্মনগর -কদমতলা সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে বসেন। তাদের দাবি,আর মুখের কথায় ভরসা নেই।তাই লিখিত আশ্বাস পেলে অবরোধ প্রত্যাহার করা হবে।অন্যথায় পথ অবরোধ জারি থাকবে।