
তেলিয়ামুড়াঃ
তেলিয়ামুড়া শহরের বেশ কয়েকটি বিগ বাজেটের পূজা অনুষ্ঠিত হতে চললেও গ্রামের সার্বজনীন দুর্গোৎসব গুলি ও দর্শনার্থীদের আনন্দ দিতে অথবা সামাজিক কাজকর্মে কোন অংশে কম থাকতে চাইছে না। এরই এক উদাহরণ গৌরাঙ্গ টিলা সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটি। আজ থেকে ১০ দিন ব্যাপী চলবে দুর্বোৎসব উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো অনেক কিছু। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহরের কচিকাঁচা শিশুদের নিয়ে আজ থেকে শুরু বসে আঁকো প্রতিযোগিতা। গ্রামের সার্বজনীন দুর্গো উৎসবে যে কতটা আনন্দদায়ক আজকের এই অনুষ্ঠান থেকেই পরিলক্ষিত হয়। পুজো উদ্যোক্তাদের মধ্যে থেকে উত্তম কুমার দে বলেন আমাদের এই দুর্গা উৎসব ৫৮ বছর ধরে হচ্ছে। এ বছরও গ্রামের সবাই মিলে এই পূজার ব্যবস্থাপনা করা হয়েছে। বিভিন্ন সামাজিক কাজকর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ থেকে শুরু কচিকাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় দু’শত কচিকাঁচা শিশু আজকের এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। থাকবে গ্রামের এবং তেলিয়ামুড়া লোকাল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ অনুষ্ঠানটি হবে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে।