বাগবাসাঃ
বহিঃ রাজ্য থেকে রাজ্যে প্রবেশের পথে বাগবাসা থানার হাতে আটক সাড়ে চার কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট।সাথে আটক দেবব্রত দে নামের এক নেশা পাচারকারী।তার বাড়ি গোমতী জেলার উদয়পুরে।এমর্মে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান,বাগবাসা থানার কাছে গোপন খবর ছিল একটি বারো চাকার লরি করে নেশা জাতীয় সামগ্রী রাজ্যে প্রবেশ করছে।সেই খবরের উপর ভিত্তি করে শুক্রবার রাত দশটা নাগাদ বাগবাসা থানার পুলিশ থানার সামনের আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপরে ওৎপেতে বসে NL01L/7106 নম্বরের সিমেন্ট বোঝাই বারো চাকার লরি দাড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনের গোপন কক্ষ থেকে দশ প্যাকেটে নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে করতে সক্ষম হয়।সাথে আটক করা হয় লরির চালকের আসনে বসে থাকা নেশা পাচারকারী দেবব্রত দেকে। পুলিশ সুপার আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলি বহিঃ রাজ্য থেকে আগরতলার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।সাথে বাগবাসা থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। শনিবার ধৃত নেশা পাচারকারীকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।