সোনামুড়াঃ
শুক্রবার একাধিক কর্মসুচিতে অংশ নিয়ে সোনামুড়া মহকুমা সফর করেছেন ত্রিপুরার লোকায়ুক্ত কল্যাণ নারায়ন ভট্টাচার্যী। মেলাঘরে অংশ নিয়েছিলেন সচেতনতা শিবিরে। সোনামুড়া বার এসোসিয়েশনে মত বিনিময় করেন কর্মরত আইনজীবীদের সঙ্গে। ২০০৮ সাল থেকেই ত্রিপুরা লোকায়ুক্ত আইন কার্যকর আছে। এই আইনের মূল উদ্দেশ্যেই হলো সর্বস্তরের জনপ্রতিনিধি ,সরকারি ও আধা সরকারি কর্মচারীদের দুর্নীতির ঘটনা প্রশমিত করা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারোর কোন অভিযোগ থাকলে তা তিনি বিনা অর্থ ব্যয়ে জানাতে পারেন রাজ্যে নিযুক্ত লোকায়ুক্তের কাছে। তিনি তার তদন্ত করে রিপোর্ট উপযোক্ত কতৃপক্ষের কাছে পাঠাতে পারেন। কিন্তু এই বিষয়টির প্রচার ও প্রসার এতদিন প্রায় হয়নি বললেই চলে। বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে এবারে উদ্যোগী হয়েছেন ত্রিপুরার বর্তমান লোকায়ুক্ত কল্যান নারায়ণ ভট্টাচার্যী। শুক্রবার তিনি মেলাঘরের পাগলী মাসি মন্দির প্রাঙ্গনে মিলিত হয়েছিলেন বিষয়টি নিয়ে আয়োজিত এক সচেতনতা শিবিরে। মেলাঘর পুর এলাকার বিভিন্ন অংশের মানুষ এতে অংশ গ্রহণ করেন। সেখানে ভাষণ রাখতে গিয়ে লোকায়ুক্ত কল্যান নারায়ন ভট্টাচার্যী তুলে ধরেন কাদের কাদের বিরুদ্ধে কোন ব্যক্তি লোকায়ুক্তের কাছে অভিযোগ জানাতে পারবেন ? এই অভিযোগ জানানোর ক্ষেত্রে ক্ষেত্রে কি পথ রয়েছে ? যদি উদ্দেশ্য প্রানদিত ভাবে কারোর বিরুদ্ধে কোন ব্যক্তি মিথ্যা অভিযোগ দায়ের করেন সেই ক্ষেত্রেও যে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে ? তাও তুলে ধরেন লোকায়ুক্ত। এরপর লোকায়ুক্ত কল্যাণ নারায়ন ভট্টাচার্যী আলোচনায় মিলিত হন সোনামুড়া বার এসোসিয়েশনের কর্মরত আইনজীবীদের সঙ্গে। সেখানে আলোচনা করতে গিয়ে তিনি সোনামুড়ার আইনজীবীদের কাছে পরামর্শ রাখেন উল্লেখিত বিষয়ে কোন ব্যক্তি যদি তাদের কাছে পরামর্শ গ্রহণের জন্য আসেন আইনজীবীরা যেন সেই ব্যক্তিকে লোকায়ুক্তের সুবিধা পাবার ক্ষেত্রে সহায়তা করেন।