কৈলাশহরঃ
হৃদয় বিদারক এক ঘটনায় শকাস্তব্ধ কৈলাশহরের পদ্মের পার এলাকা। একই দিনে মা ছেলের মর্মান্তিক মৃত্যুতে হতবাক গোটা এলাকা। এই এলাকার বাসিন্দা মিরা দত্ত বয়স ৭০, দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে হঠাত নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানা থেকে মেঝের মধ্যে পড়ে যান মিরা দত্ত। তারপর তার ছেলে শান্তনু দত্ত মাকে তড়িঘড়ি ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ভাগ্যের পরিহাস, মাকে হাসপাতালে নিয়ে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে পরেন ছেলে নিজে।কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলতে বলতেই লুটিয়ে পরেন শান্তনু দত্ত। ৫৫ বছরের ছেলে শান্তনু দত্তকেও বাঁচাতে পারেনি চিকিৎসকরা। সকাল আনুমানিক এগারোটা নাগাদ মা ও ছেলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসতেই স্থানীয়রা এসে ভিড় জমায় এবং কান্নায় ভেঙ্গে পড়ে গোটা এলাকার লোকজন। বৃদ্ধ পিতা নিজ সন্তান এবং স্ত্রীর মৃতদেহের সামনে যেন পাথর হয়ে পরেন।