Home BREAKING NEWS আবার অঙ্গনওয়াড়ি নিয়োগ নিয়ে দূর্নীতির অভিযোগ

আবার অঙ্গনওয়াড়ি নিয়োগ নিয়ে দূর্নীতির অভিযোগ

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকাধীন শনিছড়া নদীয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতর ছয় নং ওয়ার্ডের চানপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ও সুবিচার চেয়ে সিডিপিওর নিকট লিখিত অভিযোগ জানালো গ্রামবাসীরা।গামবাসীদের দাবি ন্যায় বিচার না পেলে আন্দোলন গড়ে তুলবেন। জানা গেছে, চানপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার নিয়োগের জন্য বেশ গ্রামের বেশ কজন মহিলা ইন্টারভিউ দেন।কিন্তু হেল্পার পদের জন্য যখন অফার আসে ইন্টারভিউতে না বসা ললিতা নমঃ নামের অপর এক মহিলার।এই ঘটনা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন ইন্টারভিউ দেওয়া মহিলারা সহ গ্রামের লোকজন।একটা সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। এদিকে স্থানীয় গ্রামবাসীরা জানান ,ইন্টারভিউ দেওয়া মহিলাদের মধ্যে যে কোন কাউকে চাকুরি দিলে তাদের কোন সমস্যা নেই। কিন্তু মহিলাদের বঞ্চিত করে ইন্টারভিউ না দেওয়া তিন নং ওয়ার্ড থেকে এক মহিলাকে উঠিয়ে এনে কিভাবে চাকুরি দিল সংশ্লিষ্ট দপ্তর।তারা জানিয়েছে,গত শনিবার তাদের উপর জোড় জবরদস্তি করে চুরাইবাড়ি থানার পুলিশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ভেঙেছে।তাই নিরুপায় হয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ গ্রামের মহিলারা একজোট হয়ে কদমতলা সিডিপিওর দারস্থ হয়ে চানপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার নিয়োগ নিয়ে দুর্নীতি ও সুবিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।তারা আরো জানান, তাদের বিশ্বাস সংশ্লিষ্ট দপ্তর ন্যায় বিচার করবে।যদি গ্রামবাসীরা ন্যায় বিচার না পান তাহলে গনতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন‌ বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

You may also like