বিশালগড়ঃ
কার্যকর্তাদের কার্যক্রমের জন্য তৈরী হল নতুন কার্যালয়। বিশালগড় বিজেপি মন্ডলের নতুন অফিস ভবনের উদ্বোধন পর্বের অনুষ্ঠানে সংগঠনের তিন ‘ক’-এর উল্লেখ করলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন যেকোন সংগঠনের জন্য প্রয়োজন, কার্যকর্তা, কার্যক্রম এবং কার্যালয়। আর কার্যকর্তাদের কার্যক্রম গ্রহনের জন্য আজ এই নতুন কার্যালয়ের যাত্রা শুরু হল। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি সভাপতির উপস্থিতিতে বিশালগড় মন্ডলের নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। বিশালগড়ের লালসিংমুড়া স্ট্যান্ড স্থিত পুরানো মন্ডল অফিসের স্থানেই নতুনভাবে আগের তুলনায় একটু বড় পরিসরে গড়ে তোলা হয় নতুন মন্ডল অফিস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন কার্যালয় হচ্ছে কার্যকর্তাদের মিলনস্থল। সকলের রাগ, দুঃখ, অভিমান – সকল সমস্যার সমাধানস্থল। ভারতীয় জনতা পার্টি পরিবারে বিশ্বাস করে। আর পার্টি অফিস হচ্ছে সেই পরিবারের ঘর।
আলোচনা করতে বিধায়ক সুশান্ত দেব সংগঠনের তিন “ক” এর কথা উল্লেখ করেন।
বৃহস্পতিবার বিকেলে নতুন কার্যালয় উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা উত্তর সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মন্ডল প্রভারী অমল দেবনাথ, স্থানীয় বিজেপি বরিষ্ঠ নেতা শ্রীবাস ঘোষ সহ দলের কর্মী সমর্থকরা।