Home BREAKING NEWS রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করলো গ্রামবাসী

রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করলো গ্রামবাসী

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

এবার রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে প্রতিবাদে বসলো গ্রামবাসী।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন পানিসাগর-ধর্মনগর সড়কের দেওছড়া মনিপুরী মান্ডপ পাড়া এলাকায়।জানা গেছে,পানিসাগর -ধর্মনগর সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ধুকছে। বিশেষ করে দেওছড়া মনিপুরী মান্ডপ পাড়া এলাকায় একটি ব্রিজ বিপদসংকুল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন যাবৎ ব্রিজের এমন করুন অবস্থা থাকলে সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট দপ্তর। এদিকে মঙ্গলবার রাতের দিকে ঐ ব্রিজের উপর এক যুবকের বাইক দূর্ঘটনাগ্রস্হ হলে ঘটনাস্থলেই বাইক চালক প্রান হারায়।তাই সেই পথ দূর্ঘটনার রেশ ধরে বুধবার সকাল দশটা থেকে দেওছড়া গ্রামের লোকজন ব্রিজের উপর দাঁড়িয়ে রাস্তা সংস্কারের জন্য ব্যাস্ততম পানিসাগর- ধর্মনগর প্রধান রাস্তা অবরোধ করে বসেন। মুহুর্তে অবরোধ স্হলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে।অবরোধকারীদের দাবি,এস ডি এম অথবা পূর্ত দপ্তরের কোন আধিকারিক ঘটনাস্থলে না এলে তাদের অবরোধ জারি থাকবে। তাদের দাবি,এই রাস্তা ও ব্রিজ মেরামতি করে চলাচলের উপযোগী করে তুলা হউক।দীর্ঘ আড়াই ঘন্টা রাস্তা অবরোধের পর দুপুর সাড়ে বারোটা নাগাদ দেওছড়া গ্রামের প্রধান অসীম নাথ অবরোধ স্হলে ছুটে আসেন। তারপর রাস্তা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তাদের আশ্বস্ত করেন,কিছুদিনের মধ্যেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হবে ও চলাচলের উপযোগী করে দেওয়া হবে।পরবর্তী সময়ে প্রধানের আশ্বাস পেয়ে অবরোধকারীরা তাদের রাস্তা অবরোধ এদিনের মতো প্রত্যাহার করেন।তবে দীর্ঘ আড়াই ঘন্টা পথ অবরোধের জেরে যাত্রী দূর্ভোগ দেখা দেয় চরমে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato