Home BREAKING NEWS অমৃত ভারত রেল স্টেশনের জন্য সিপিএম পার্টি অফিস সহ ভেঙে দেওয়া হল ১৮টি পরিবারের বাড়িঘর

অমৃত ভারত রেল স্টেশনের জন্য সিপিএম পার্টি অফিস সহ ভেঙে দেওয়া হল ১৮টি পরিবারের বাড়িঘর

by News On Time Tripura
0 comment

কুমারঘাটঃ

সরকার ইতিমধ্যে কুমারঘাট রেল স্টেশন কে অমৃত ভারত রেল স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত। সেই অনুসারে বুধবার দুপুরে রেল দপ্তরের আধিকারিকদের উদ্যোগে স্টেশনের আশেপাশের বাড়ি ঘরে পুলিশ ও টি এস আর বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করে। রেল দপ্তরের আধিকারিকদের এই উচ্ছেদ অভিযানে দীর্ঘ অনেক বছর ধরে বসবাস করা মোট ১৮ টি পরিবারের বাড়িঘর ড্রজারের মাধ্যমে ভেঙ্গে দেওয়া হয়। এর মধ্যে CPIM কুমারঘাট মহকুমা অফিসও এদিন ভেঙ্গে দেওয়া হয়।

কুমারঘাট থেকে বিকাশ কপালির রিপোর্ট

You may also like