শান্তিরবাজারঃ
শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর এলাকার বাসিন্দা জীবনধন শীল ( ৪৫ )। সোমবার বিকেল ৪ ঘটিকায় বারি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়ি ফিরে আসেনি। অবশেষে মঙ্গলবার সকালে শান্তিরবাজার শীল পাড়ায় রাবার বাগানে রাবার গাছ কাটতে গিয়ে বাগানের গাছের ডালে জীবধন শীলের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে এই বিষয়ে খবর দেওয়া হয় মনপাথর ফাঁড়ী থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। জীবনধন শীলের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শান্তিরবাজার থেকে বাপী দাসের রিপোর্ট