কুমারঘাটঃ
১৮ বছরে যুবতীর অস্বাভাবিক মৃত্যু। মা-বাবার অনুপস্থিতিতে ঘরে আস্বাভাবিকভাবে অগ্নিসংযোগে মৃত্যু যুবতীর। কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়াছড়া কলোনি এলাকার সজল রায়ের ১৮ বছরের কন্যা সুস্মিতা রায়ের অস্বাভাবিক মৃত্যুতে সোকের ছায়া এলাকায়। সজল রায় একজন মৎস ব্যবসায়ী। মঙ্গলবার ছিল লংতরাইয়ের মাসলি বাজারে হাট বার। আর স্ত্রীকে সঙ্গে নিয়ে বিকেলেই সেই বাজারে জান সজল রায়। সন্ধায় বাড়ি ফিরে দেখেন নিজ কনিষ্ঠা কন্যার নিথর দেহ। আগুনে শতভাগ ঝলসে যায় সুস্মিতার দেহ। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসে কুমারঘাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ফটিকরায় হাসপাতালের মর্গে। অন্যদিকে এই বীভৎস ঘটনার খবর পেয়ে শক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করেন স্থানীয় কাউন্সিলার রিনা রানি সরকার, পাবিয়াছড়া মন্ডল সভাপতি কার্তিক দাস এবং বিজেপি জেলা সভাপতি পবিত্র দেবনাথ। তবে ইহা হত্যা নাকি আত্মহত্যা নাকি নিছক দূর্ঘটনা তার জন্য বুধবার ময়না তদন্তের পর অভিযানে নামবে পুলিশ।
কুমারঘাট থেকে বিকাশ কপালীর রিপোর্ট, নিউজ অন টাইম