বিশালগড়ঃ
নেশা কারবারিদের বিরুদ্ধে একপ্রকার জেহাদ ঘোধনা করেছে বিশালগড় থানার ওসি তাপস দাস। কুখ্যাত নেশা কারবারী প্রবিরুলের আরও দুই সহকারিকে জালে তুলল বিশালগড় পুলিশ। সোমবার শেষ রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। বিশালগড় থানার ওসি ইন্সপেকটর তাপস দাস জানিয়েছেন, গত ২৩ সেপ্টেম্বর বিশালগড় থানাধীন দূর্গানগর এলাকার কুখ্যাত নেশা কারবারী প্রবিরুল আলম উরফে প্রবীরের বাড়িতে বিশালগড় থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ব্রাউন সুগার সহ প্রবীরুল আলম, টুটন কবির ও জালাল মিয়া নামের তিনজনকে গ্রেফতার করেছিল। পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে 22(b)/25/27/27-A/29 নং NDPS ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে, যার নম্বর BLG PS- 95/2023। পুলিশের তদন্তে এই মামলায় বিশালগড়ের আরও বেশ কিছু নেশা কারবারীর নাম উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার শেষ রাতে বিশালগড় থানার পুলিশ অভিযান চালিয়ে মুড়াবাড়ি এলাকার রুপক সুত্রধর ও কড়ইমুড়া এলাকার মন্টু দেবনাথ নামের দুই নেশা কারবারীকে গ্রেফতার করে। মঙ্গলবার দুজনের তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করা হয়েছে। অভিযোগ প্রবিরুল ও তার সহযোগীরা রুপক সূত্রধর এবং মন্টু দেবনাথের কাছ থেকে ব্রাউন সুগার ক্রয় করে এলাকায় খুচরো বিক্রি করত। উল্লেখ্য, প্রবীরুল এর আগে গাজা সহ আসাম পুলিশের হাতে ধরা পরে প্রায় দেড় বছর আসামের জেলে ছিল। জেল থেকে বাড়ি ফিরে মাত্র ছয় মাসে মধ্যে আবার গ্রেফতার হয়েছে নেশা কারবারী প্রবিরুল।