গোলাঘাটিঃ
বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে স্থাপিত গোলাঘাটি ৩৩ কেবি সাব স্টেশনের উদ্বোধন হলো মঙ্গলবার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়েছিল এই সাব স্টেশনের। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে পাওয়ার গ্রিট সংস্থা এই কাজ সম্পূর্ণ করেছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক মানব দেববর্মা, বিদ্যুৎ দপ্তরের এম ডি দেবাশীষ সরকার সহ অন্যান্যরা। নবনির্মিত এই সাব স্টেশনের সুফল পাবে গোলাঘাটি, পেকুয়ারজলা, পাথালিয়াঘাট, দয়ারামপাড়া, নব শান্তিগঞ্জ বাজার সহ আশপাশের বেশ কিছু গ্রামের ৫ হাজার ৭৩০ জন গ্রাহক। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ দপ্তরের আগামী দিনের সূদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।