বিশালগড়ঃ
জমি কেলেঙ্কারিতে আরও এক অভিযুক্ত পুলিশের জালে। বহিরাজ্যের এক সংস্থাকে জমি পাইয়ে দেওয়ার নাম করে ১৩৩ কানি জমির অবৈধ কাগজ বের করে ইতিমধ্যেই এই মামলায় চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্যে। সম্প্রতি রাজ্যের শিল্পনগরী বোধজংনগর এলাকায় ১৩৩ কানি জমি নিয়ে এক কেলেঙ্কারির তথ্য উঠে আসে। তাছাড়া এই ঘটনায় অভিযুক্ত হিসাবে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। সেই মামলার অন্যতম অভিযুক্ত অবশেষে আটক হল পুলিশের হাতে। উত্তর চড়িলামের মধ্যপাড়া এলাকার উত্তম সাহা নামে জমি কেলেঙ্কারি মামলায় উক্ত অভিযুক্তকে সোমবার আটক করে বিশালগড় থানার পুলিশ। অভিযুক্ত উত্তম সাহা আগরতলা আদালতে মুহুরী হিসাবে আঙ্ক বছর যাবৎই কাজ করছে। উক্ত মামলায় উত্তম সাহা প্রথম অভিযুক্ত। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি তাপস দাস জানান বোধজংনগর থানার থেকে এ তথ্য প্রেরণ করা হয় যে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম মধ্যপাড়ার বাসিন্দা উত্তম সাহা এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন। পরবর্তী সময়ে পুলিশ সূত্রে মারফত তার সন্ধান চালাতে থাকে দীর্ঘদিন পুলিশের কাছে গা ঢাকা দিয়ে থাকলেও সোমবার সূত্র মারফত পুলিশ জানতে পারে যে সে বাড়িতে আছে। তৎক্ষণাৎ পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে আসে বিশালগর থানায়। অপরদিকে যথারীতি উক্ত অভিযুক্তকে সোমবার রাতেই বোধজংনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ক্ষেত্রে বোধজংনগর থানায় দায়েরকৃত মামলা নম্বর BJN PS-57/ 2023, U/S-468/471/120B IPC & added Section 467/420/255 /403/465 /466 IPC। জানা গেছে উক্ত অভিযুক্তকে পুলিশ রিমান্ডে আদালতে সোপর্দ করা হবে।