
সাব্রুমঃ
৪০ সাব্রুম বিধানসভা এলাকার চাতকছড়ি,লুধুয়া,বৈষ্ণবপুর সাব্রুম,ছোটখিল এলাকা পরিদর্শন করলেন বিধায়ক জীতেন্দ্র চৌধুরী সহ CPIM নেতৃত্ব। ১০ অক্টোবর বেলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই সমস্ত এলাকা পরিদর্শন করলেন তারা। বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে ৪০ লক্ষ ৭৭ হাজার ৬৬৪ টাকা ব্যয়ে পানীয় জল ও বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ৬ টি বেকার স্টল নির্মান করা হচ্ছে। চরন দাস রোয়াজা পাড়ায় তিনটি ও রতনমনিতে তিনটি বেকার স্টল নির্মান করা হচ্ছে। এছাড়াও লুধুয়া এবং চাতকছড়িতে ৫টি মিনি ড্রিপ টিউবওয়েল নির্মান করা হচ্ছে। বিশেষ করে বৈষ্ণবপুর সাগ্রুম- কাপতলী- শিলাছড়ি রাস্তাটি প্রচন্ড খারাপ হয়ে আছে। ওএনজিসি বর বড় গাড়ী চলাচলের ফলে রাস্তাটি বেহাল দশায় পরিনত। এই রাস্তাটিও পরিদর্শন করলেন বিধায়ক জীতেন্দ্র চৌধুরী।